ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

জাতীয় দলের নতুন নির্বাচক রাজ্জাক

ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিদায় না নেননি বাংলাদেশী বাহাতি স্পিনার আবদুর রাজ্জাক। আর এর মাঝেই মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারদের সঙ্গে জাতীয় দলের তৃতীয় নির্বাচক নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে তাকে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।



নির্বাচকের দায়িত্ব পেয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘খুব ভালো লাগছে। আমি ক্রিকেটের মানুষ, আজীবন ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। নির্বাচকের দায়িত্ব পাওয়া অনেক বড় সম্মান। আমার প্রতি আস্থা রাখায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা।’


উল্লেখ্য, ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে।

ads

Our Facebook Page